Tuesday, April 2, 2019

“কাওয়ায়েদে কিরায়াতুল কুরআন” শুদ্ধ ও সহজ আরবী শেখার অভিনব পদ্দতি৷

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্
সম্মানিত পাঠকবৃন্দ, কেমন আছেন সবাই? আশাকরি আল্লহর রহমতে সবাই ভালোই আছেন৷ আলহামদুলিল্লাহ্, আমিও অনেক ভালো আছি৷
বন্ধুরা, আমরা যারা মুসলমান তারা প্রায় সকলেই কম বেশি "কুরআনুল কারীম" পড়তে জানি৷ হোক শুদ্ধ কিংবা অশুদ্ধ৷ তবে অশুদ্ধ "কুরআন" তিলওয়াতে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি৷ কারন, অশুদ্ধ "কুরআন" তিলওয়াতে আরবি শব্দের উচ্চারন পরিবর্তনের সাথে সাথে অর্থেরও পরিবর্তন ঘটে৷ ফলে সওয়াবের তুলনায় গুনাহের পাল্লা ভারী হতে থাকে৷ তাছাড়াও, "সালাত" আদায় করতে গেলে তিলওয়াত শুদ্ধ হওয়া বাঞ্চনীয়৷ কারন, "সালাত" ভঙ্গের প্রথমপ্রধান কারন হলো "সালাতে" অশুদ্ধ তিলওয়াত৷ সুতরাং, আমাদের সকল মুসলমানেরই উচিত মাতৃভাষার পাশাপাশি আরবী ভাষাকে প্রাধান্য দেওয়া এবং সহি শুদ্ধ ভাবে আরবী ভাষাটাকে রপ্ত করা৷ কিন্তু আমরা যারা আম জনতা রয়েছি অর্থ্যাৎ, যারা ঠিকঠাক ভাবে আরবী বুঝে এবং সঠিক উচ্চারন করে পড়তে পারি না তাদের জন্য আরবী ভাষাটা একটা মহা সমুদ্রের ন্যায়৷ তাই বলে থেমে থাকার কোন অবকাশ নেই৷ কারন, আরবী ভাষা ছাড়া মুসলমান অচল৷ আর এজন্যই আমাদের দেশের কিংবা দেশের বাইরের বিভিন্ন আলেম ওলামাগন এই ভাষাটাকে হৃদয় থেকে শিক্ষা লাভের চেষ্টা করে যাচ্ছে এবং জন সাধারনের বোঝার তাগিদে সহজ পথগুলো সবার সামনে তুলে ধরছে৷ এরই ধারাবাহিকতায় সহজ ভাবে আরবী শেখার বা বোঝার জন্য রচিত হচ্ছে নানান কিতাব বা বই৷
বন্ধুরা, সেরকমই একটা বই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো৷ আর এই বইটির নাম হলো “কাওয়ায়েদে কিরায়াতুল কুরআন”৷ বইটির মাধ্যমে যে কেউ খুব অল্প সময়ে এবং সহজ ভাবে আরবী ভাষা আয়ত্ত করতে পারবে৷ আর এজন্য নিজের সৎ ইচ্ছা শক্তিই বেশি গুরুত্বপূর্ণ৷ আসুন তাহলে বইটি সম্পর্কে আর একটু জেনে নেয়া যাক৷
কাওয়ায়েদে কিরায়াতুল কুরআন (قَوَاعِِ قِرَأَوَالْقُرَانَ)

বইটির নামঃ কাওয়ায়েদে কিরায়াতুল কুরআন (قَوَاعِِ قِرَأَوَالْقُرَانَ)
রচয়িতাঃ মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার হামিদী, শিক্ষা ও প্রশিক্ষন সচিব৷ (বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড)
মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা ও প্রশিক্ষন সচিব৷ (বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড)
সম্পাদকঃ আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ নুরুল হুদা ফয়েজী, মহাসচিব৷ (বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড)
প্রাপ্তিস্থানঃ বাংলাদেশ মুজাহিদ কমিটি (বামুক) কর্তৃক পরিচালিত, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, সদর দফতর, চরমোনাই, বরিশাল৷
বইটিকে এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে শিশু থেকে বৃদ্ধ সবাই সহজ ভাবে আরবী ভাষাটাকে শিখতে পারে৷ আর তাই বইয়ের প্রথম পাতাতেই আরবী বর্ণমালা দিয়ে শুরু করা হয়েছে৷
শেখার সুবিধার্থে এই বইয়ে কিছু সহজ কৌশল অবলম্বন করা হয়েছে য়ার দ্বারা সকলেরই শিখতে সুবিধা হয়৷
ভিউয়ার্স, এতক্ষনে হয়তো আপনারা অবশ্যই বইটি সম্পর্কে একটা প্রাথমিক ধারনা অর্জন করেছেন৷ আবার অনেকে হয়তো ভাবতে পারেন এই বিষয়গুলোতো আমরা সবাই জানি৷ তবে যারা আমার মতো আরবী ভাষায় দুর্বল তাদের জন্য এই বইটি একেবারে পারফেক্ট৷ প্রথম দিকে হয়তো কারো স্বরনাপন্য হতে হবে৷ তবে মনোযোগ সহকারে বইটি অধ্যয়ন করলে সহজেই কামিয়াব হবেন "ইনশাআল্লাহ্"৷
বন্ধুরা, বইটা আকারে অনেক ছোট এবং মূল্যও অনেক কম মাত্র ১০/= টাকা৷ আর আফসোসের বিষয় হচ্ছে বইটা সব যায়গায় পাওয়াও যায় না৷ তবে বিচলিত হবার কোন কারন নাই৷ আপনাদের সুবিধার্থে বইটাকে আমি পিডিএফ করে দিয়েছি৷ শুধু কষ্ট করে নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নেবেন৷
“কাওয়ায়েদে কিরায়াতুল কুরআন”
পিডিএফ ফাইলটার সাইজ ৬.৯৩ এমবি মাত্র৷ সুতরাং, মনে হয় কোন ঝামেলা হবে না৷ আশাকরি উপকৃত হবেন৷
বন্ধুরা, আজ তাহলে এপর্যন্তই৷ পুরো আলোচনায় ভুল ত্রুটি হতেই পারে৷ আশাকরি যে কোন ধরনের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন৷ আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর অবশ্যই যে কোন বিষয় কমেন্ট করে জানাবেন৷ সামনে আপনাদের প্রয়োজনে আরো ভালো কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো৷ "ইনশাআল্লাহ্"৷ সবাই ভালো এবং সুস্থ্য থাকার চেষ্টা করবেন, "ফি-আমানিল্লাহ্"৷
সবাইকে  আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়৷ 

"আল্লাহাফেজ"

No comments:

Post a Comment

Recent Posts

Subscribe via Email