Tuesday, April 30, 2019

বাংলাদেশ থেকে কিনুন বিদেশী ওয়েবসাইটের পন্য আর পেমেন্ট করুন বিকাশে৷

———————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি
ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশাকরি আল্লহর রহমতে সবাই ভালোই আছেন৷ আলহামদুলিল্লাহ্, আমিও অনেক ভালো আছি৷
আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ন ট্রিক নিয়ে৷ হয়তো বিষয়টি সম্পর্কে অনেকেই অবগত! তবুও যারা জানেন না তারা আমার আলোচনা থেকে একটু হলে উপকৃত হবেন৷
বন্ধুরা, টেকনোলজির যুগে আমরা অনেকেই হয়তো অনলাইন কেনাকাটার প্রতি ব্যাপক আগ্রহী৷ আর থাকাটাই স্বাভাবিক৷ কারন, কোন প্রকার ঝামেলা ছাড়া যদি আমরা একটা পন্য আমাদের বাড়িতে বসেই পাই তাহলে কেনইবা বাজারে ঘুরে ঘুরে সেটা কিনতে যাবো! কিন্তু সমস্যার সৃষ্টি হয় তখনই যখন দেখা যায়, যেই পন্যটা আমাদের পছন্দ হলো সেটা পেলাম কোন এক বিদেশী কোম্পানীর বিদেশী ওয়েবসাইটে৷ আবার দেখা যায় অনেক ওয়েবসাইটের অনেক পন্য বাংলাদেশে ডেলিভারি হয় না৷ বর্তমানে সেটাও তেমন বড় কোন সমস্যা না কারন এখন অনেক বিদেশী কোম্পানীরই আমাদের দেশে শাখা রয়েছে৷ যাই হোক এবার আসুন পেমেন্ট সিস্টেম৷ ধরে নিলাম বড় বড় কোম্পানীগুলোর শাখা আমাদের দেশে আছে তবে তাদেরকে পেমেন্ট করার মতো জিনিস আমাদের অনেকেরই নেই৷ অর্থ্যাৎ, ভিসা কার্ড, মাস্টার কার্ড, পেপাল কার্ড অথবা ডিসকভার কার্ড ইত্যাদি হয়তো আমরা অনেকেই ব্যবহার করি না৷ তাহলে উপায়, টাকা থাকা সত্ত্বেও আমরা কি আমাদের পছন্দের পন্যটা ব্যবহার করতে পরবো না? অবশ্যই পারবো তাও কোন প্রকার কার্ডে পেমেন্টের ঝামেলা ছাড়া৷ আর এই কাজটি করার জন্য প্রথমে Backpack অথবা Backpack ওয়েবসাইটে প্রবেশ করতে হবে৷ এরপর নিচের স্ক্রিনশটের মতো Sing Up লেখায় ক্লিক করতে হবে৷
Sing Up লেখায় ক্লিক করার পর সাইন আপের যে ঘরটি আসবে সেখানে সঠিক তথ্য দিয়ে ঘর গুলো পূরন করে সবুজ রঙ্গের Sing Up বাটনে ক্লিক করে সাইন আপ সম্পন্ন করুন৷
এর পরের ঘরে দুটা অপশন পাবেন যেখানে আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি কেন আজকে ব্যাকপ্যাক ওয়েবসাইট ভিজিট করছেন, কিছু কেনার নাকি শুধু দেখার জন্য? এই ঘরে আপনার পছন্দ অনুযায়ী বাটনে ক্লিক করলেই আপনার সাইন আপ কমপ্লিট হবে এবং ব্যাকপ্যাক এর হোম পেইজে চলে যাবেন৷
এবার চিত্রের মতো হোম পেইজের উপরের কর্ণারে মার্ক করা যায়গায় ক্লিক করে প্রয়োজন অনুযায়ী ব্যাকপ্যাক প্রোফাইল এডিট করে নেবেন৷
আপনার ব্যাকপ্যাক প্রোফাইলের আপডেট হয়ে গেলে এবার যে কোন পন্য কেনার পালা৷ আপনি ইচ্ছে করলে ব্যাকপ্যাক থেকেও পন্য কিনতে পারেন৷ তবে আমাদের মূল উদ্দেশ্য ছিলো বিদেশী ওয়েবসাইট থেকে পন্য ক্রয় করা৷ তাই আমরা প্রথমে অন্য ওয়েবসাইট থেকে যে কোন একটা পন্য বাছাই করবো৷ যেমন আমি e-bay থেকে একটা সান গ্লাস বাছাই করলাম৷ কিন্তু দুঃখ জনক ব্যাপার হলো এই পন্যটার জন্য বাংলাদেশে কোন শিপিং নাই৷
ব্যাপার না আমাদের কাছে ব্যাকপ্যাক আছে৷ ব্যাকপ্যাকই আমাদের এই পন্য ম্যানেজ করে দেবে৷ সুতরাং, আমরা এবার আমাদের ব্রাউজারে গিয়ে ইউআরএল থেকে পুরো এড্রেসটা কপি করবো৷ যা নিচের চিত্র দেখলেই বুঝতে পারবেন৷
এবার আমরা ব্যাকপ্যাক ওয়েবসাইটের হোম পেইজে চলে যাই এবং উপরের দিকে সার্চ বক্সে ইউআরএলটা পেষ্ট করি৷ সার্চ বক্সে ইউআরএলটা পেষ্ট করে কিবোর্ডের এন্টারে বাটনে ক্লিক করি৷
কিবোর্ডের এন্টারে বাটনে ক্লিক করলে নিচের চিত্রের মতো রিকোয়েস্ট পেইজ চলে আসবে৷ এখানে দেখুন আমি যে পন্যটা সার্চ করেছি সেটা শো করছে এবং নিচের দিকে কোয়ান্টিটিও শো করছে৷ এবার এই পন্যটা কেনার জন্য সবুজ রঙ্গের Request item বাটনে ক্লিক করুন৷
Request item বাটনে ক্লিক করার পরে স্ক্রিনে সাকসেসফুল ম্যাসেজ চলে আসবে৷
এবার ব্যাকপ্যাকের হোম পেইজ থেকে শপিং কার্টে ক্লিক করে আমরা আমাদের পন্যটির বর্তমান পরিস্থতি সম্পর্কে জানতে পারবো৷ নিচের চিত্রের মতো একটা পেইজ দেখতে পাবেন এবং সেখানে দেখবেন পেন্ডিং আইটেমের ঘরে অর্ডার করা পন্যটি শো করছে৷ এখানে বলা হয়েছে ২৪ ঘন্টার মধ্যে অর্ডারটি সম্পর্কে মেইলে আমাদের নিশ্চিত করা হবে৷ এমনকি ব্যাকপ্যাক প্রোফাইলের নটিফিকেশন থেকেও নিশ্চিত হওয়া যাবে৷
অর্ডারটি এপ্রুভের পরে শপিং কার্টে ক্লিক করলে আপনি আপনার কার্টে এটা দেখতে পারবেন সাথে এর মূল্যটাও শো করবে৷ অর্থ্যাৎ, ব্যাকপ্যাককে আপনার কতো দিতে হবে সেটাও দেখাবে৷ এবার আপনি যদি পন্যটি কিনতে চান তাহলে যাস্ট সবুজ রঙ্গের Pay বাটনে ক্লিক করুন৷
Pay বাটনে ক্লিক করলে আপনাকে পরবর্তি পেইজে অর্থ্যাৎ, ডেলিভারী অপশনে নিয়ে যাবে৷ এই পেইজের শুরুতেই পন্য ডেলিভারীর জায়গা নির্বাচন করতে হবে৷ এখানে হোম ডেলিভারীর জন্য নির্দিষ্ট ফি দিতে হবে আর নিজে যদি ব্যাকপ্যাকের অফিস থেকে পন্যটি সংগ্রহ করেন তবে তা ফ্রিতেই সংগ্রহ করতে পারবেন৷ এবার হোম ডেলিভারীতে ক্লিক করলে একটা ডেলিভারী ঠিকানার ফর্ম দেখতে পাবেন৷ এখানে নাম, ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে ঘরগুলো পূরন করে সবুজ রঙ্গের Continue to Payment  বাটনে ক্লিক করতে হবে৷ আবার আপনি চাইলে পেইজের ডানে Cancel Invoice এ ক্লিক করে এখান থেকে অর্ডারটি বাতিল করেও দিতে পারবেন৷
পরবর্তি ঘরে পেমেন্টের জন্য Pay in BDT ও Pay in USD লেখা দুইটা ট্যাব দেখতে পাবেন৷ যেহেতু আমরা বাংলাদেশী টাকায় পন্য কিনবো সেহেতু Pay in BDT ট্যাবটা ব্যবহার করবো আর এই ট্যাবে আপনি চিত্রের মার্ক করা চারটি অপশন থেকে নির্ধারিত মূল্য পরিশোধ করতে পারবেন৷
তবে ডলারের মাধ্যমে মূল্য পরিশোধ করতে চাইলে আপনি Pay in USD ট্যাব থেকে মূল্য পরিশোধ করতে পারবেন৷ এখানে আপনি শুধু দুইটা অপশন পাবেন৷
তবে আমাদের মূল উদ্দেশ্য ছিলো বিকাশে পেমেন্ট করে পন্য ক্রয় করা৷ সুতরাং, এক্ষেত্রে আপনি Pay in BDT ট্যাব থেকে সবুজ রঙ্গের Pay in bKash বাটনে ক্লিক করুন৷ এবার নিচের চিত্রের মতো একটা পেইজ আসবে যেখানে ব্যাকপ্যাকের অফিসিয়াল একটা পেমেন্ট নম্বর দেখতে পাবেন এবং নিচে একটা কিউআর কোডও দেখতে পাবেন৷ নম্বরটা বিকাশের ইউএসএসডি কোড ব্যবহারকারীদের জন্য ও কিউআর কোডটি বিকাশের এপ ব্যবহারকারীদের জন্য৷ এখানে আপনাকে আপনার পছন্দের পন্যের জন্য নির্ধারিত মূল্য এই পেমেন্ট নম্বরে পরিশোধ করতে হবে৷ মূল্য পরিশোধের পরে মোবাইলের পেমেন্ট সাকসেসফুল ম্যাসেজ থেকে TrxID টা পেমেন্ট পেইজের ট্র্যাজেকশন আইডির ঘরে দিতে হবে এবং সবুজ রঙ্গের Pay বাটনটিতে ক্লিক করতে হবে৷

সবশেষে আপনার ট্র্যাজেকশন আইডিটা সঠিক থাকলে আপনাকে পেমেন্ট সাকসেসফুল হওয়ার একটা ম্যাসেজ দেখাবে৷ পাশাপাশি আপনাকে পন্য ডেলিভারীর সময় ও স্থান সম্পর্কেও অবগত করা হবে৷
বন্ধুরা, আমি যেহেতু উপরের পন্যটি ক্রয় করি নাই সেহেতু পেমেন্টের শেষ ধাপের স্ক্রিনশটটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এবং এজন্য আমি আন্তরিক ভাবে দুখিঃত৷ তবে আমার জানামতে কোন প্রকার ঝামেলা ছাড়া ব্যাকপ্যাক থেকে আপনারা নিশ্চিন্তে যে কোন পন্য কিনতে পারবেন৷ ব্যাকপ্যাকে আরেকটা মজার বিষয় হচ্ছে বিদেশ ট্রাভেলারদের জন্য ব্যাকপ্যাক একটা অনেক বড় আয়ের উৎস যা আপনারা ব্যাকপ্যাক নিয়ে একটু ঘাটাঘাটি করলেই জানতে পারবেন৷
যাই হোক এপর্যন্তই  ছিল আজকের আলোচনা৷ ব্যাকপ্যাক নিয়ে আরো অনেক বিষয় ছিলো যা হয়তো লিখে বুঝানো সম্ভব নয়৷ তাই কারো কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন৷ আর কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন৷ ধৈর্য্য ধারন করে এতো বড় লেখা পরার জন্য সবাইকে ধন্যবাদ৷ সামনে আপনাদের প্রয়োজনে আরো ভালো কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো৷ "ইনশাআল্লাহ্"৷
সবাই ভালো এবং সুস্থ্য থাকার চেষ্টা করবেন, "ফি-আমানিল্লাহ্"৷ আজকের মতো তাহলে এপর্যন্তই৷ 

"আল্লাহাফেজ"

No comments:

Post a Comment

Recent Posts

Subscribe via Email