Saturday, April 20, 2019

ডাউনলোড করে নিন অ্যান্ড্রয়েড মোবাইলের IDM+ পেইড ভার্সন৷

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি
ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশাকরি আল্লহর রহমতে ভালোই আছেন৷ আলহামদুলিল্লাহ্, আমিও অনেক ভালো আছি৷
বন্ধুরা, বর্তমানে সারাবিশ্বে প্রায় ২.১ বিলিয়ন মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছে৷ এদের মধ্যে নানান মানুষ অ্যান্ড্রয়েড ডিভাইসকে নানান কাজে ব্যবহার করেন৷ তবে আমার ধারনা এদের প্রায় সকলেই কম বেশি তাদের ডিভাইস থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করে থাকেন হোক সেটা বড় কিংবা ছোট৷ অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল ডাউনলোডের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যে কোন ধরনের ছোট সাইজের ফাইল ডাউনলোড করতে গেলে অনায়াসেই ফাইল ডাউনলোড করা যায় কিন্তু অ্যান্ড্রয়েডের লোকাল ডাউনলোডার থেকে বড় সাইজের ফাইল ডাউনলোড করতে গেলে ফাইলগুলো ডাউনলোড করা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যায়৷ এর মূল কারন হলো ডাউনলোড করা ফাইলের লিংক বার বার পরিবর্তিত হওয়া৷ অর্থাৎ, আমরা যে ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছি মূল সার্ভার থেকে একটা নির্দিষ্ট সময় পরপর সেটার আইপি এড্রেস পরিবর্তন করা৷ যেহেতু ডিভাইসের লোকাল ডাউনলোডারে নতুন ডাউনলোড লিংক এড করার সুযোগ থাকে না তাই নির্ধারিত সময়ের মধ্যে ফাইলটা ডাউনলোড না করতে পারলে আবার প্রথম থেকে ডাউনলোড শুরু করতে হয়৷
সুতরাং, এই ধরনের আরও অনেক বিরম্বনা থেকে মুক্তির জন্য আজকে আমি আপনাদের সাথে একটি এপ শেয়ার করবো৷ এপটির নাম হলো IDM+: Fastest Music, Video, Torrent Downloader. প্লে ষ্টোরে আপনি এর ফ্রি ভার্সনটাও পাবেন৷ তবে আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে লেটেস্ট ও পেইড ভার্সন এবং প্লে ষ্টোরে যার মূল্য ১৯০/= টাকা৷ আপনি চাইলে IDM+ লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন৷
চলুন তাহলে এপটি ডাউনলোড করে ফেলি৷ ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন৷
IDM+
এপটি ডাউনলোড হয়ে গেলে আপনার ডিভাইস ফাইল ম্যানেজারের ডাউনলোড ফোল্ডার থেকে ফাইলটা ইন্সটল করে নিন৷ ইন্সটলেশন কমপ্লিট হলে ডিভাইসের এপস আইকন থেকে IDM+ লেখা আইকনে ক্লিক করে এপটি ওপেন করুন৷ এপটি ওপেন হলে নিচের চিত্রের মতো একটা পপ-আপ উইন্ডো দেখতে পাবেন৷ এখানে আপনার ডিভাইসের ব্যাটারি অপ্টিমাইজেশনের জন্য একটা ম্যাসেজ আসবে৷ চাইলে Ok আর না চাইলে Cancel করে দেবেন৷
এবার আপনি এপটির মেইন ইন্টারফেজ দেখতে পাবেন৷ এপটির মেইন ইন্টারফেজের নিচে ডান কর্ণারের চিহ্নে ক্লিক করুন৷
এখানে তিনটি অপশন দেখতে পাবেন৷ যেকোন একটা অপশনে ক্লিক করেই এইখান থেকে ডাউনলোড লিংক ইনপুট করে ফাইল ডাউনলোড দিতে পারবেন৷
এই এপে সবথেকে মজার ব্যাপার বিষয় হলো সরাসরি টরেন্ট ডাউনলোডের অপশন যা পিসির আইডিএম থেকে সম্ভব নয়৷ আর এজন্য আপনাকে মেইন ইন্টারফেজের উপরে মার্ক করা যায়গার মতো ম্যাগনেট বাটনে ক্লিক করতে হবে৷ ম্যাগনেট বাটনে ক্লিক করলে নিচের চিত্রের মতো একটা পপ-আপ উইন্ডো দেখতে পাবেন৷ এইখান থেকে আপনি সরাসরি ওয়েব সাইটের ম্যাগনেট লিংক অথবা আপনার ডিভাইসে থাকা টরেন্ট ফাইল ব্রাউজ করে টরেন্টাকে এড করে টরেন্ট ডাউনলোড করতে পারবেন৷
এপটিতে আপনি একটা বিল্ডইন ব্রাউজার পাবেন৷ যদিও ব্রাউজারটা অনেক নরমাল তবুও অন্য সব ব্রাউজারের চেয়ে ঝামেলা মুক্ত৷ এপের ব্রাউজার ব্যবহারের জন্য আপনাকে মেইন ইন্টারফেজের উপরে মার্ক করা যায়গার মতো গোলাকার ব্রাউজার বাটনে ক্লিক করুন তাহলেই আপনি ব্রাউজারটা পেয়ে যাবেন৷
এরপর আপনি এপের কন্ট্রোল মেনুতে যেতে চাইলে এপের মেইন ইন্টারফেজে উপরের বাম পার্শ্বে থ্রী লাইনে ক্লিক করতে হবে৷
থ্রী লাইনে ক্লিক করে এখানে আপনি Types, Time, Download, Options, Notifications এবং App অপশনগুলো দেখতে পাবেন৷ এখানে প্রত্যেক অপশনে আবার অসংখ্য ইভেন্ট রয়েছে৷ ত্রিভুজ আকৃতির মার্ক করা যায়গায় ক্লিক করে আপনার দরকারি ইভেন্ট গুলো চালু বা বন্ধ করে নিতে পারবেন৷
এছাড়াও আরও অনেক সুবিধা আপনি এই এপটিতে পাবেন যা আসলে স্ক্রিনশট দিয়ে বুঝানো সম্ভব নয়৷ তবে আশাকরি এপটি ব্যবহার করলে এক এক করে সকল অপশন সম্পর্কে আপনাদের ধারনা হয়ে যাবে৷
আজকে তাহলে এই পর্যন্তই৷ এখন থেকে চলবে হ্যাপি ডাউনলোডিং৷ কোন প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন৷ আলোচনার কোথাও কোন ভুল হলে আশাকরি মাফ করে দেবেন৷ আমার জন্য অবশ্যই দোয়া করবেন৷ আগামীতে আপনাদের প্রয়োজনে আরো ভালো কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো৷ "ইনশাআল্লাহ্"৷ সবাই ভালো এবং সুস্থ্য থাকার চেষ্টা করবেন, "ফি-আমানিল্লাহ্"৷ সবাইকে ধন্যবাদ ও আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায়৷ 

"আল্লাহাফেজ"

No comments:

Post a Comment

Recent Posts

Subscribe via Email