Sunday, April 14, 2019

নতুন বছরের নতুন চমক, নিয়ে নিন লেটেস্ট Internet Download Manager এর ফুল ভার্সন৷

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি

প্রিয় পাঠক বন্ধুরা, সবাইকে বাংলা নববর্ষ ১৪২৬ সনের শুভেচ্ছা৷ কেমন আছেন সবাই? আশাকরি আল্লহর রহমতে ভালোই আছেন৷ আলহামদুলিল্লাহ্, আমিও অনেক ভালো আছি৷

বাংলা বছরের প্রথম দিন উপলক্ষে আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ন সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি৷ যদিও কম বেশি অনেকেই এই সফটওয়্যারটার সাথে পরিচিত৷ তবুও সফটওয়্যারটার নতুন ভার্সন দেখে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না৷ আমরা যারা ইন্টারনেট থেকে যেকোন ফাইল ডাউনলোড দেই তারা প্রায় সকলেই Internet Download Manager ব্যবহার করে থাকবো৷ কারন, বিভিন্ন অপশন ও এর সুবিধা গুলোর কারনে এই ডাউনলোড ম্যানেজারটি অন্যান্য ডাউনলোড ম্যানেজারের চেয়ে হাজার গুনে ভালো৷ কিন্তু দুখেঃর বিষয় হলো অনেক ব্যবহার কারিই আছে যারা এই ডাউনলোড ম্যানেজারটিকে ফুল ভার্সন করে ব্যবহার করতে পারেন না৷ যার ফলে কিছু দিন ব্যবহারেরে পর সফটওয়্যারটি লাইসেন্সের জন্য ভীষন যন্ত্রনা দেয়া শুরু করে৷ আর তাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সফটওয়্যারটিকে ফুল ভার্সন করে ব্যবহার করা যায় তাও নিজের নামের লাইসেন্স৷ তাহলে দেরি না করে শুরুতেই নিচের লিংকে ক্লিক করে জিপ ফাইলটি ডাউনলোড করে ফেলুন৷
Internet Download Manager
ডাউনলোড করা হয়ে গেলে জিপ ফাইলটিকে আনজিপ করে ফেলুন এবং সেটআপ ফাইলে ডবল ক্লিক করে অন্য সব সফটওয়্যারের মতো ইন্সটল করে ফেলুন৷
Lets Make it full version......
সফটওয়্যারটিকে ফুল ভার্সন করার জন্য প্রথমেই নিচের চিত্রের মতো পিসির টাস্কবারের একেবারে ডান পার্শ্বের ট্রাই আইকন থেকে আইডিএমটাকে Exit করে দিন৷
এখন ডাউনলোড করা জিপ ফাইলের মধ্যে রাখা Patch নামক ফোল্ডার থেকে প্যাচ ফাইলটাকে বাইরে বের করে আনুন৷ তবে একটা কথা মনে রাখতে হবে প্যাচ ফাইলটা ব্যবহার করার আগে অবশ্যই আপনার পিসির এন্টিভাইরাসকে সাময়িক সময়ের জন্য ডিজেবল করে নিতে হবে৷ কারন, অনেক এন্টিভাইরাস একে ভাইরাস হিসেবে ডিটেক্ট করে৷ তবে ভয়ে কোন কারন নেই এটি কোন ভাইরাস না৷
এবার প্যাচ ফাইলে ডবল ক্লিক করলে অন্যান্য সফটওয়্যারের মতো পিসির ইউজার কন্ট্রোল আপনার কাছে পারমিশন চাইবে৷ এখানে Yes ক্লিক করলে প্যাচ ফাইলটা ওপেন হবে এবং নিচের চিত্রের মতো একটা ইন্টারফেজ দেখতে পাবেন৷ এখানে লাল মার্ক করা Patch লেখা যায়গাতে ক্লিক করুন৷
প্যাচ লেখায় ক্লিক করার পর একটা ছোট পপ-আপ উইন্ডো পাবেন৷ এখানে আইডিএম এর মূল ফাইলটাকে খোঁজার জন্য বলা হবে সুতরাং, চিত্রের মতো Yes বাটনে ক্লিক করুন৷
এবার আপনি C:\Program Files\Internet Download Manager অর্থ্যাৎ, আইডিএম যে ফোল্ডারে ইন্সটল হয়েছে সেই ফোল্ডারে চলে যান এবং নিচের স্ক্রিনশট ফলো করুন৷
ওপেন বাটনে ক্লিক করার পর নিচের চিত্রের মতো নাম লেখার একটা খালি ঘর চলে আসবে৷ এখানে আপনার নামের প্রথম অংশ লিখে ওকে ক্লিক করুন৷
এরপর আবার আপনার নামের দ্বিতীয় অংশ লেখার জন্য আরেকটি ঘর আসবে৷ এখানেও আপনার নামের দ্বিতীয় অংশ লিখে ওকে ক্লিক করুন৷
এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করুন তাহলেই নিচের স্ক্রিনশটের মতো PATCHING DONE লেখা একটা নটিফিকেশন দেখতে পাবেন৷ অর্থ্যাৎ, আমাদের কার্যক্রম সফল হয়েছে৷ এখন Exit বাটনে ক্লিক করে কেটে দিন৷
সবশেষে আপনার পিসির ডেস্কটপ আইকন অথবা স্টার্ট মেনুর অল প্রোগ্রাম থেকে আইডিএম ওপেন করুন এবং আইডিএম এর Help মেনু থেকে About IDM এ ক্লিক করে সফটওয়্যারটি ফুল ভার্সন হয়েছে কিনা তা নিশ্চিত করুন৷ নিচের চিত্রে লক্ষ্য করুন আমার আইডিএমটা ফুল ভার্সন হয়ে গ্যাছে৷
ব্যাস এবার আজীবনের জন্য নিশ্চিন্তে Internet Download Manager ব্যবহার করে সব কিছু ডাউনলোড করুন আর ফুল ভার্সনের মজা উপভোগ করুন৷
বন্ধুরা, আপনাদের ডাউনলোড কৃত ফাইলে আরও দুইটা এক্সট্রা ফোল্ডার পাবেন৷ ভাবতে পারেন এগুলো কেনো দেওয়া হলো! আসলে  ঐ দুইটা হচ্ছে ক্রাক ফাইল আর আইডিএমকে ফুল ভার্সন করার জন্য ঐগুলোর মধ্যে থেকেও যে কোন একটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন৷ তবে প্যাচ ফাইলের কাজটাই আমি বেশি নির্ভযোগ্য ও সহজ বলে মনে করেছি৷ সুতরাং, আলোচনা দীর্ঘ না করে ঐ একটা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি৷ বুঝতে কোন প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন৷
তাহলে আজকে এই পর্যন্তই৷ পুরো আলোচনার কোথাও কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে৷ আমার জন্য অবশ্যই দোয়া করবেন৷ আগামীতে আপনাদের প্রয়োজনে আরো ভালো কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো৷ "ইনশাআল্লাহ্"৷ 
দোয়া করি, সবাই ভালো এবং সুস্থ্য থাকার চেষ্টা করবেন, "ফি-আমানিল্লাহ্"৷ সবাইকে  আবারও নববর্ষের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়৷ 

"আল্লাহাফেজ"

No comments:

Post a Comment

Recent Posts

Subscribe via Email