————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
সম্মানিত পাঠকবৃন্দ, কেমন আছেন সবাই? আশাকরি আল্লহর রহমতে ভালোই আছেন৷ আলহামদুলিল্লাহ্, আমিও অনেক ভালো আছি৷
বন্ধুরা, মুসলমান হিসেবে আমাদের সকলেরই উচিত প্রতিদিন সকাল ও সন্ধ্যায় "কুরআনুল কারীম" তেলওয়াত করা৷ কারন, "কুরআনুল কারীমই" হচ্ছে একমাত্র সঠিক ও পরিপূর্ণ জীবন বিধান৷ তাছাড়াও এতে মানুষের জন্য রয়েছে "আল্লাহর" পক্ষ থেকে অসংখ্য নিয়ামত যা বর্ননা করার জ্ঞান ও ভাষা কোনটাই আমার নাই৷
ভিউয়ার্স, বর্তমান সময়টা হচ্ছে ব্যাস্ততম সময়৷ আমাদের মধ্যে অনেকেই হয়তো কাজের তাগিদে কিংবা অন্যান্য জটিলতার কারনে নিয়মিত "কুরআনুল কারীম" তেলওয়াত করার সময় পাই না৷ আবার দেখা গেলো সময় থাকলেও মাঝেমাঝে হাতের কাছে "কুরআন" থাকে না৷ আর তাই আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট এপ শেয়ার করবো৷ যার নাম হলো iQuran৷ এপটি শুধু অ্যান্ড্রোয়েড ব্যবহার কারীদের জন্য এবং৷ এটি একটি পেইড এপ আর প্লে ষ্টোরে এর মূল্য বাংলাদেশী ১৫০/= টাকা৷ পুরো "কুরআনুল কারীমই" আপনি এই এপটিতে পাবেন এবং যখন মন চায় মোবাইলে এপটি ওপেন করে তেলওয়াত করতে পারবেন৷ এপটিতে অসম্ভব সুন্দর ও প্রয়োজনীয় কিছু ফিচার রয়েছে আশাকরি এপটি অবশ্যই আপনাদের উপকারে আসবে৷
তাহলে চলুন দেরি না করে প্রথমে নিচের লিংক থেকে এপটি ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করে ফেলি৷
iQuran পরিচিতিঃ ইন্সটল করা হয়ে গেলে মোবাইলের এপ আইকন থেকে iQuran আইকনে ক্লিক করে এপটি ওপেন করুন৷ এখানে নিচের চিত্রের মতো Change Log ঘরটি দেতে পাবেন৷ এবার Ok ক্লিক করুন তাহলেই এপটির মূল পেজ ওপেন হবে৷
মূল পেজে আপনি সকল সূরা গুলো দেখতে পাবেন৷ এখানে ১১৪ টি সূরা অর্থ্যাৎ, পুরো "কুরআন" লিপিবদ্ধ আছে৷ এপটিকে স্ক্রোল করে নিচের দিকে গেলেই সব সূরা গুলো পেয়ে যাবেন৷ এখানে একটা বিষয় অবশ্যই লক্ষ্যনীয় আর তা হচ্ছে অন্যান্য এপের চেয়ে এই এপটার লেখাগুলো অনেক স্বচ্ছ৷
এপটির মালিক Islamic Shakhsiyah Foundation (ISF) নামে একটি গ্রুপের সাথে সম্পৃক্ত এবং গ্রুপটি একটি ইসলামিক গ্রুপ৷ যদিও এপটি আমরা ফ্রিতেই চালাবো৷ তারপরেও কোন হৃদয়বান ব্যক্তি যদি ISF গ্রুপকে ডোনেট করতে বা অনুদান দিতে চান তাহলে নিচের ছবির মতো এপের মেইন পেজ থেকে লাল মার্ক করা যায়গায় ক্লিক করুন৷
এবার একটা নতুন পপ-আপ উইন্ডো ওপেন হবে৷ এখানে ডোনেশন সম্প্রকিত কিছু কথা লেখা আছে৷ পুরা লেখাটা পড়ে যদি মনে করেন ডোনেট করবেন তাহলে Donate (ISF website) লেখায় ক্লিক করুন৷ আর যদি আমার মতো গরীব হন তাহলে পাশের ক্রস (╳) বাটনে ক্লিক করে কেটে দিন৷
যাই হোক, এবার আসুন তেলওয়াত করা যাক৷ তেলওয়াত করার জন্য যেকোন একটা সূরার উপর ক্লিক করলেই সেটা ওপেন হবে৷ যেমন, আমি সূরা "ফাতিহা" ওপেন করলাম৷ দেখুন সূরার লেখাগুলো কতো স্পষ্ট সাথে সাথে এর অনুবাদও দেওয়া আছে৷ যদিও অনুবাদটা ইংরেজিতে তবে চিন্তার কোন কারন নেই এপটিতে বাংলা অনুবাদও আছে৷ আর এজন্য চিত্রের মার্ক করা যায়গায় ক্লিক করুন৷
উপরের চিত্রের তীর চিহ্নিত যায়গায় ক্লিক করলে একটা নতুন উইন্ডো ওপেন হবে৷ এই উইন্ডো থেকে বাংলা সিলেক্ট করে দিন ঠিক নিচের স্ক্রিশটের মতো৷ তাহলেই দেখবেন অনুবাদ বাংলা হয়ে গ্যাছে৷
তেলওয়াত করার পাশাপাশি এপ থেকে আপনি বিশ্বের নাম করা বেশ কয়েকজন ক্বারীর কন্ঠে তেলওয়াত শুনতেও পারবেন৷ এজন্য আপনাকে এপ থেকে স্ক্রিশটের মার্ক করা যায়গাতে ক্লিক করতে হবে৷
উপরের চিত্রের মার্ক করা তীর চিহ্নিত যায়গায় ক্লিক করলে একটা পপ-আপ উইন্ডো আসবে৷ সেখান থেকে আপনার পছন্দের ক্বারীকে সিলেক্ট করে দিবেন এবং গোল মার্ক করা প্লে বাটনে ক্লিক করে ঐ ক্বারীর তেলওয়াত শুনতে পরবেন৷ তবে এখান থেকে তেলওয়াত শুনতে অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে৷
এবার নিচের চিত্রের ন্যায় থ্রী ডট দেওয়া যায়গায় ক্লিক করলে আপনি আরও বেশ কিছু অপশন পাবেন৷ প্রথমে Zoom-in থেকে আপনি পেজটাকে বড় করে দেখতে পারবেন৷ এরপর Search থেকে ওপেন করা চ্যাপ্টারেরে যে কোন কিছু খুঁজতে পারবেন৷ Bookmarks থেকে কোন সূরার কোন লাইন বুকমার্ক করা থাকলে তা দেখতে পারবেন৷ Quranic Supplications অপশন থেকে "কুরআনুল কারীম" এর সকল সূরার মধ্যে থাকা প্রার্থনামূলক আয়াতগুলো সহজেই পেয়ে যাবেন৷ কোন আয়াতে কোন কোন যায়গায় এবং কিভাবে থামতে হবে অথবা কোন কোন যায়গায় এবং কিভাবে পড়ে যেতে হবে তা আপনি Stop Sings এ ক্লিক করে জানতে পারবেন৷ আপনি আগে থেকেই যদি কোন মিডিয়া ফাইল যেমন, যে কোন ক্বারীর তেলওয়াত করা সূরার অডিও ফাইল ডাউনলোড করে আপনার ডিভাইসে লোড করে নেন তবে তা Manage Storage & Data অপশন থেকে সেট করে সেই তেলওয়াত অফলাইনে শুনতে পারবেন৷ সবশেষে পাবেন Settings অপশন৷ এইখানে রয়েছে আরও বাড়তি কিছু অপশন৷
সেটিংস অপশনে ক্লিক করলে প্রথমেই যে অপশনটি পাবেন সেটি অন করে দিলে সকল সূরার চ্যাপ্টারের নাম আরবি হয়ে হয়ে যাবে৷ এরপর হচ্ছে "সূরাতুল আল-কাহাফ" এর রিমাইন্ডার, যা অন করে দিলে প্রত্যেক শুক্রবার রাতে আপনার মোবাইলটা আপনাকে "সূরাতুল আল-কাহাফ" তেলওয়াতের কথা স্বরন করিয়ে দেবে৷ এরপরের অপশনটা অন করে দিলে আয়াতের শব্দগুলোর উচ্চারনের নীতিমালা রঙ্গিন করে দেবে যাতে তেলওয়াতকারীর তেলওয়াত শুদ্ধভাবে করতে পারে৷ শেষের সেটিংস হচ্ছে উপরেরটার একটা অংশ৷ তাই এটা অন করাই ভালো৷
এবার আবার একবার আমরা সূরায় ফিরে যাবো৷ এখানে যে কোন সূরায় পেজের শেষ দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন কলকলা, ইকলাব, ইদঘাম, ইকফাহ্ ও গুন্না ইত্যাদি দেয়া আছে৷ এগুলোর প্রত্যেকটায় ক্লিক করে ঐ সূরার উচ্চারন গুলো শুনতে পরবেন৷ অর্থ্যাৎ, ঐ সূরায় কোন কোন যায়গায় এই মুদ্রাক্ষর গুলো আছে তাঁর ধারনা লাভ করতে পারবেন৷
এছাড়াও এপটি আরো অনেক গুনে গুনান্বিত৷ সব অপশন নিয়ে আলোচনা করতে গেলে পোষ্ট এতো বড় হয় যাবে যে, আমার সাথে সাথে পাঠক বন্ধুরাও ধৈর্য্য হারিয়ে ফেলবেন৷ তবে একবার চালানো শুরু করলে আশাকরি আস্তে আস্তে সব অপশন গুলো পেয়ে যাবেন৷ আমার মতে এপটি শুধু তেলওয়াতের জন্যই না বরং "কুরআনুল কারীম" সহি শুদ্ধভাবে শেখার জন্যও বেষ্ট একটা এপ৷
সুতরাং, আজ এই পর্যন্তই৷ পুরো আলোচনার কোথাও কোন ভুল ত্রুটি হলে আশাকরি নিজ গুনে ক্ষমা করবেন৷ আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর অবশ্যই যে কোন বিষয় কমেন্ট করে জানাবেন৷ আগামীতে আপনাদের প্রয়োজনে আরো ভালো কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো৷ "ইনশাআল্লাহ্"৷ সবাই ভালো এবং সুস্থ্য থাকার চেষ্টা করবেন, "ফি-আমানিল্লাহ্"৷
বন্ধুরা, মুসলমান হিসেবে আমাদের সকলেরই উচিত প্রতিদিন সকাল ও সন্ধ্যায় "কুরআনুল কারীম" তেলওয়াত করা৷ কারন, "কুরআনুল কারীমই" হচ্ছে একমাত্র সঠিক ও পরিপূর্ণ জীবন বিধান৷ তাছাড়াও এতে মানুষের জন্য রয়েছে "আল্লাহর" পক্ষ থেকে অসংখ্য নিয়ামত যা বর্ননা করার জ্ঞান ও ভাষা কোনটাই আমার নাই৷
ভিউয়ার্স, বর্তমান সময়টা হচ্ছে ব্যাস্ততম সময়৷ আমাদের মধ্যে অনেকেই হয়তো কাজের তাগিদে কিংবা অন্যান্য জটিলতার কারনে নিয়মিত "কুরআনুল কারীম" তেলওয়াত করার সময় পাই না৷ আবার দেখা গেলো সময় থাকলেও মাঝেমাঝে হাতের কাছে "কুরআন" থাকে না৷ আর তাই আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট এপ শেয়ার করবো৷ যার নাম হলো iQuran৷ এপটি শুধু অ্যান্ড্রোয়েড ব্যবহার কারীদের জন্য এবং৷ এটি একটি পেইড এপ আর প্লে ষ্টোরে এর মূল্য বাংলাদেশী ১৫০/= টাকা৷ পুরো "কুরআনুল কারীমই" আপনি এই এপটিতে পাবেন এবং যখন মন চায় মোবাইলে এপটি ওপেন করে তেলওয়াত করতে পারবেন৷ এপটিতে অসম্ভব সুন্দর ও প্রয়োজনীয় কিছু ফিচার রয়েছে আশাকরি এপটি অবশ্যই আপনাদের উপকারে আসবে৷
তাহলে চলুন দেরি না করে প্রথমে নিচের লিংক থেকে এপটি ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করে ফেলি৷
iQuran |
মূল পেজে আপনি সকল সূরা গুলো দেখতে পাবেন৷ এখানে ১১৪ টি সূরা অর্থ্যাৎ, পুরো "কুরআন" লিপিবদ্ধ আছে৷ এপটিকে স্ক্রোল করে নিচের দিকে গেলেই সব সূরা গুলো পেয়ে যাবেন৷ এখানে একটা বিষয় অবশ্যই লক্ষ্যনীয় আর তা হচ্ছে অন্যান্য এপের চেয়ে এই এপটার লেখাগুলো অনেক স্বচ্ছ৷
এপটির মালিক Islamic Shakhsiyah Foundation (ISF) নামে একটি গ্রুপের সাথে সম্পৃক্ত এবং গ্রুপটি একটি ইসলামিক গ্রুপ৷ যদিও এপটি আমরা ফ্রিতেই চালাবো৷ তারপরেও কোন হৃদয়বান ব্যক্তি যদি ISF গ্রুপকে ডোনেট করতে বা অনুদান দিতে চান তাহলে নিচের ছবির মতো এপের মেইন পেজ থেকে লাল মার্ক করা যায়গায় ক্লিক করুন৷
এবার একটা নতুন পপ-আপ উইন্ডো ওপেন হবে৷ এখানে ডোনেশন সম্প্রকিত কিছু কথা লেখা আছে৷ পুরা লেখাটা পড়ে যদি মনে করেন ডোনেট করবেন তাহলে Donate (ISF website) লেখায় ক্লিক করুন৷ আর যদি আমার মতো গরীব হন তাহলে পাশের ক্রস (╳) বাটনে ক্লিক করে কেটে দিন৷
যাই হোক, এবার আসুন তেলওয়াত করা যাক৷ তেলওয়াত করার জন্য যেকোন একটা সূরার উপর ক্লিক করলেই সেটা ওপেন হবে৷ যেমন, আমি সূরা "ফাতিহা" ওপেন করলাম৷ দেখুন সূরার লেখাগুলো কতো স্পষ্ট সাথে সাথে এর অনুবাদও দেওয়া আছে৷ যদিও অনুবাদটা ইংরেজিতে তবে চিন্তার কোন কারন নেই এপটিতে বাংলা অনুবাদও আছে৷ আর এজন্য চিত্রের মার্ক করা যায়গায় ক্লিক করুন৷
উপরের চিত্রের তীর চিহ্নিত যায়গায় ক্লিক করলে একটা নতুন উইন্ডো ওপেন হবে৷ এই উইন্ডো থেকে বাংলা সিলেক্ট করে দিন ঠিক নিচের স্ক্রিশটের মতো৷ তাহলেই দেখবেন অনুবাদ বাংলা হয়ে গ্যাছে৷
তেলওয়াত করার পাশাপাশি এপ থেকে আপনি বিশ্বের নাম করা বেশ কয়েকজন ক্বারীর কন্ঠে তেলওয়াত শুনতেও পারবেন৷ এজন্য আপনাকে এপ থেকে স্ক্রিশটের মার্ক করা যায়গাতে ক্লিক করতে হবে৷
উপরের চিত্রের মার্ক করা তীর চিহ্নিত যায়গায় ক্লিক করলে একটা পপ-আপ উইন্ডো আসবে৷ সেখান থেকে আপনার পছন্দের ক্বারীকে সিলেক্ট করে দিবেন এবং গোল মার্ক করা প্লে বাটনে ক্লিক করে ঐ ক্বারীর তেলওয়াত শুনতে পরবেন৷ তবে এখান থেকে তেলওয়াত শুনতে অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে৷
এবার নিচের চিত্রের ন্যায় থ্রী ডট দেওয়া যায়গায় ক্লিক করলে আপনি আরও বেশ কিছু অপশন পাবেন৷ প্রথমে Zoom-in থেকে আপনি পেজটাকে বড় করে দেখতে পারবেন৷ এরপর Search থেকে ওপেন করা চ্যাপ্টারেরে যে কোন কিছু খুঁজতে পারবেন৷ Bookmarks থেকে কোন সূরার কোন লাইন বুকমার্ক করা থাকলে তা দেখতে পারবেন৷ Quranic Supplications অপশন থেকে "কুরআনুল কারীম" এর সকল সূরার মধ্যে থাকা প্রার্থনামূলক আয়াতগুলো সহজেই পেয়ে যাবেন৷ কোন আয়াতে কোন কোন যায়গায় এবং কিভাবে থামতে হবে অথবা কোন কোন যায়গায় এবং কিভাবে পড়ে যেতে হবে তা আপনি Stop Sings এ ক্লিক করে জানতে পারবেন৷ আপনি আগে থেকেই যদি কোন মিডিয়া ফাইল যেমন, যে কোন ক্বারীর তেলওয়াত করা সূরার অডিও ফাইল ডাউনলোড করে আপনার ডিভাইসে লোড করে নেন তবে তা Manage Storage & Data অপশন থেকে সেট করে সেই তেলওয়াত অফলাইনে শুনতে পারবেন৷ সবশেষে পাবেন Settings অপশন৷ এইখানে রয়েছে আরও বাড়তি কিছু অপশন৷
সেটিংস অপশনে ক্লিক করলে প্রথমেই যে অপশনটি পাবেন সেটি অন করে দিলে সকল সূরার চ্যাপ্টারের নাম আরবি হয়ে হয়ে যাবে৷ এরপর হচ্ছে "সূরাতুল আল-কাহাফ" এর রিমাইন্ডার, যা অন করে দিলে প্রত্যেক শুক্রবার রাতে আপনার মোবাইলটা আপনাকে "সূরাতুল আল-কাহাফ" তেলওয়াতের কথা স্বরন করিয়ে দেবে৷ এরপরের অপশনটা অন করে দিলে আয়াতের শব্দগুলোর উচ্চারনের নীতিমালা রঙ্গিন করে দেবে যাতে তেলওয়াতকারীর তেলওয়াত শুদ্ধভাবে করতে পারে৷ শেষের সেটিংস হচ্ছে উপরেরটার একটা অংশ৷ তাই এটা অন করাই ভালো৷
এবার আবার একবার আমরা সূরায় ফিরে যাবো৷ এখানে যে কোন সূরায় পেজের শেষ দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন কলকলা, ইকলাব, ইদঘাম, ইকফাহ্ ও গুন্না ইত্যাদি দেয়া আছে৷ এগুলোর প্রত্যেকটায় ক্লিক করে ঐ সূরার উচ্চারন গুলো শুনতে পরবেন৷ অর্থ্যাৎ, ঐ সূরায় কোন কোন যায়গায় এই মুদ্রাক্ষর গুলো আছে তাঁর ধারনা লাভ করতে পারবেন৷
এছাড়াও এপটি আরো অনেক গুনে গুনান্বিত৷ সব অপশন নিয়ে আলোচনা করতে গেলে পোষ্ট এতো বড় হয় যাবে যে, আমার সাথে সাথে পাঠক বন্ধুরাও ধৈর্য্য হারিয়ে ফেলবেন৷ তবে একবার চালানো শুরু করলে আশাকরি আস্তে আস্তে সব অপশন গুলো পেয়ে যাবেন৷ আমার মতে এপটি শুধু তেলওয়াতের জন্যই না বরং "কুরআনুল কারীম" সহি শুদ্ধভাবে শেখার জন্যও বেষ্ট একটা এপ৷
সুতরাং, আজ এই পর্যন্তই৷ পুরো আলোচনার কোথাও কোন ভুল ত্রুটি হলে আশাকরি নিজ গুনে ক্ষমা করবেন৷ আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর অবশ্যই যে কোন বিষয় কমেন্ট করে জানাবেন৷ আগামীতে আপনাদের প্রয়োজনে আরো ভালো কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো৷ "ইনশাআল্লাহ্"৷ সবাই ভালো এবং সুস্থ্য থাকার চেষ্টা করবেন, "ফি-আমানিল্লাহ্"৷
সবাইকে আবারও
ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়৷
"আল্লাহাফেজ"
No comments:
Post a Comment