Saturday, March 30, 2019

প্লে ষ্টোরের প্রায় সকল পেইড এপস এখন হাতের মুঠোয়৷ (২য় পর্ব)

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
Download Paid Apps Free

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি
বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি আল্লহর রহমতে সবাই ভালোই আছেন৷ আলহামদুলিল্লাহ্, আমিও অনেক ভালো আছি৷
আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ট্রিক নিয়ে৷ পোষ্টের টাইটেল দেখে অনেকেই হয়তো পোষ্টের বিষয়বস্তু সম্পর্কে বুঝে গেছে৷ তবুও যারা এই বিষয় সম্পর্কে অবগত না  তারা চাইলে প্লে ষ্টোরের প্রায় সকল পেইড এপস এখন হাতের মুঠোয়৷ (১ম পর্ব) এই লিংকে গিয়ে আমার আগের পোষ্টটি দেখে আসতে পারেন। পেইড এপস এবং এর ডাউনলোড প্রক্রিয়া সম্পর্ক এই পোষ্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে৷
আজকে আমি আপনাদের সাথে যে এপসটি শেয়ার করবো তার নাম হচ্ছে Blackmart এবং এটাও প্লে ষ্টোরের অল্টারনেটিভ একটা মার্কেট৷ শুধু প্লে ষ্টোর থেকে এর ব্যতিক্রমধর্মীতা হলো Blackmart থেকে আপনি যে কোন পেইড এপস এবং গেমস ফ্রী ডাউনলোড করতে পারবেন৷ সুতরাং, আর দেরি না করে আসুন নিচের লিংক থেকে ফাইলটা ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করে ফেলি৷
BlackMart
ইন্সটল করা হয়ে গেলে হ্যান্ডসেটের মেনু আইকন থেকে Blackmart আইকনে ক্লিক করে এপসটি ওপেন করুন৷
✯ প্রথমে এপসটি ওপেন হলে নিচের স্ক্রিনশটের মতো ওয়েলকাম স্ক্রিন দেখতে পাবেন৷
✯ এবার এপসটির হোম পেজ থেকে চিত্রের মার্ক করা যায়গার সার্চ বক্সে ক্লিক করুন৷

✯ আপনি যে পেইড এপসটা ডাউনলোড দিবেন সেটার নাম এখানে লেখুন৷ যেমন, আমি লিখেছি Nova Launcher Prime আপনি চাইলে অন্যটাও লিখতে পারেন৷ এবার কি-বোর্ডের লাল দাগ দেয়া যায়গার মতো সার্চ বটনে ক্লিক করুন৷
✯ এখন ছবিতে দেখুন আমাদের কাংখিত এপসটি চলে এসেছে৷ এবার এপসের উপর ক্লিক করুন৷
✯ স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এখানে ইন্সটলের অপশন চলে এসেছে৷ আবার পাশে তিনটা ডট দেওয়া আছে আরও অপশনের জন্য৷ ইন্সটল বাটনে ক্লিক করলে এপসটি সরাসরি আপনার ডিভাইসে ইন্সটল হয়ে যাবে৷ তার চেয়ে বরং ডাউনলোড করাই ভালো৷ পরে ইচ্ছে মতো ইন্সটল দেয়া যাবে৷
✯ এপসটি ডাউনলোড দেয়ার আগে একবার দেখে নেয়া যাক প্লে ষ্টোরে এর মূল্য কত৷ আর এজন্য তিনটি ডট দেওয়া ঘরে ক্লিক করে মার্কেট লেখায় ক্লিক করুন৷
✯ স্ক্রিনশটে আমরা দেখতে পাচ্ছি Nova Launcher Prime প্লে ষ্টোরে যার মূল্য ৪২০/= টাকা৷ এবার তাহলে ডাউনলোড করে ফেলি৷
✯ এপসটিকে ডাউনলোড করার জন্য আবার থ্রী ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করুন৷
ডাউনলোড বাটনে ক্লিক করার পর ছোট একটা পপ আপ মেনু আসবে৷ এখান ছবিতে মার্ক করা ত্রিভুজ আকৃতির জায়গা থেকে আপনি ভার্সন নির্বাচন করতে পারবেন৷ অবশ্যই আমরা সর্বশেষ ভার্সনটি নির্বাচন করবো এবং ডাউনলোডে ক্লিক করবো৷
✯ ফাইলটা ডাউনলোড হয়ে গেলে এবার আমরা এপসের হোম পেজে চলে আসবো এবং চিত্রের মার্ক করা যায়গায় ক্লিক করবো৷

✯ এখানে এপসের মেনু থেকে আমরা ডিভাইসে ক্লিক করবো৷
দেখুন আমরা যে এপসটি ডাউনলোড করেছি সেটা ডাউনলোড ম্যানেজারে শো করছে৷ অর্থ্যাৎ, আমরা সাকসেস হয়েছি৷ এখানে ডাউনলোড ম্যানেজারে পাশাপাশি এপ্লিকেশনস ও আপলোডস নামে আরো দুইটা ট্যাব আছে৷ এপ্লিকেশনস থেকে আপনি আপনার ডিভাইসের পেইড এপসগুলো আপডেট করতে পারবেন৷ আর আপলোডস ট্যাব থেকে আপনি আপনার ডিভাইসের পেইড এপস ব্ল্যাক মার্টে আপলোড করতে পারবেন যা এখনও ব্ল্যাক মার্টে দেওয়া হয় নাই৷
এবার নিশ্চিন্তে এপসটি ইন্সটল দিয়ে দিন৷ তবে একটা কথা না বললেই নয়, এইসব ষ্টোরে কিন্তু প্লে ষ্টোরের সব পেইড এপস পাবেন না৷ তাই বলে মন খারাপের কিছুই নাই৷ তবে আশাকরি বেশির ভাগ দরকারী এপসই এইখান থেকে ডাউনলোড দিতে পারবেন৷
বন্ধুরা, আজ তাহলে এপর্যন্তই৷ পুরো আলোচনায় ভুল ত্রুটি হতেই পারে৷ আশাকরি যে কোন ধরনের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন৷ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন৷ সামনে আপনাদের প্রয়োজনে আরো ভালো কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো৷ "ইনশাআল্লাহ্"৷ সবাই ভালো এবং সুস্থ্য থাকার চেষ্টা করবেন, "ফি-আমানিল্লাহ্" আর ধৈর্য্য ধারন করে এতো বড় লেখা পরার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়৷ 

"আল্লাহাফেজ"

2 comments:

Recent Posts

Subscribe via Email