Sunday, June 16, 2019

এখন থেকে এন্ড্রোয়েড ডিভাইসেই চলবে উইন্ডোজের সকল সফটওয়্যার৷

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
Run EXE On Android
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি
বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন৷ আলহামদুলিল্লাহ্, আমিও অনেক ভালো আছি৷
ভিউয়ার্স, অনেক দিন পরে আবারও একটা দারুন টপিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি৷ পোষ্টের টাইটেল দেখে অনেকেই হয়তো আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে একটা প্রাথমিক ধারনা লাভ করেছেন৷ তবে আমার মনে হয় টাইটেল দেখে আপনারা যতটা আগ্রহী হন না কেনো, পুরো পোষ্টটা পরলে আশাকরি উক্ত কাজটা করতে তার চেয়ে বেশি আগ্রহী হবেন৷ 🌝🌝🌝
যাই হোক আমাদের আজকের টপিক্স হচ্ছে উইন্ডোজের সফটওয়্যারগুলোকে এন্ড্রোয়েড ডিভাইসে রান করানো বা চালানো৷ সুতরাং, বেশি বকবক না করে চলুন সামনের দিকে আগাই৷ এই কাজটি করার জন্য আমাদের একটা এন্ড্রোয়েড এপের দরকার পরবে৷ আর এই এপটির নাম হলো ExaGear Strategies. মূলত এটি একটা ইমূলেটর টাইপের এপ৷ অর্থ্যাৎ, এই এপটি উইন্ডোজের গেইমগুলোকে এন্ড্রোয়েড ডিভাইসে রান করানোর জন্য তৈরী করা হয়েছে৷ কিন্তু আজকে আমরা এটা দিয়ে উইন্ডোজের সফটওয়্যারগুলোকে রান করানোর চেষ্টা করবো৷ তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক৷ প্রথমে নিচের ডাউনলোড লিংক থেকে জিপ ফাইলটা ডাউনলোড করে নিন৷
https://www.mediafire.com/file/mq83cqcfz784hpl/ExaGear+Strategies+for+Android_v3.5.0.zip


ডাউনলোড করা শেষ হলে ডিভাইসের ফাইল ম্যানেজারে গিয়ে জিপ ফাইলটাকে আনজিপ করে ফেলুন৷ আনজিপ ফোল্ডারে দুটো ফাইল পাবেন৷ এখানে আমাদের যে মূল ফাইলটা দরকার সেটি হচ্ছে XAPK ফরমেটের৷ এই ফরমেটের ফাইল সরাসরি এন্ড্রোয়েড ডিভাইসে ইন্সটল করা যায় না৷ সুতরাং, আনজিপ ফোল্ডারের দ্বিতীয় ফাইলটার মাধ্যমে এই XAPK ফরমেটের ফাইলটা আমাদের ইন্সটল করতে হবে৷ তাহলে প্রথমে আমরা APKPure নামের এপটা আমাদের ডিভাইসে ইন্সটল করে ফেলি৷ ইন্সটল করা হয়ে গেলে মেনুর এপ আইকন থেকে APKPure এপটাকে ওপেন করি৷ তবে এক্ষেত্রে অবশ্যই ডাটা অথবা ওআই-ফাই কানেকশন থাকতে হবে৷ এবার এপটি ওপেন হলে এর হোম পেজ থেকে উপরের ডান প্বার্শের লাল মার্ক করা জায়গায় ক্লিক করুন৷
মার্ক করা জায়গায় ক্লিক করার পরে এপের এই ইন্টারফেজে আপনি বেশ কিছু ট্যাব লক্ষ করবেন৷ এখানে আপনি ডান দিকে সুইপ করলে APK/XAPK MANAGEMENT নামের একটি ট্যাব দেখতে পাবেন৷ এই ট্যাবে ক্লিক করলে ExaGear Strategies এর XAPK ফাইলটা পেয়ে যাবেন এবং স্ক্রিনশটের মার্ক করা INSTALL লেখা জায়গায় ক্লিক করে এপটি ইন্সটল করে নিবেন৷
ইন্সটলেশন সাকসেসফুল হয়ে গেলে নিচের চিত্রের মতো DONE লেখার উপরে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসুন৷ পাশাপাশি APKPure এপটাকেও এক্সিট করে দেবেন৷
এবার মেনু আইকন থেকে ডিভাইসের ফাইল ম্যানেজার ওপেন করুন এবং ইন্টারনাল স্টোরেজে গিয়ে চিত্রের মার্ক করা যায়গার মতো ExaGear নামের ফোল্ডারের মধ্যে আপনার ঐ সফটওয়্যারটা রাখুন যেটা আপনি ExaGear Strategies দিয়ে রান করাবেন৷ যেমন আমি এখানে কেএম প্লেয়ার রান করাবো তাই এখানে কেএম প্লেয়ার দিয়েছি৷ আপনারা চাইলে অন্য প্রোগ্রামও দিতে পারেন৷
এরপর ExaGear Strategies এপটি চালু করুন৷ দেখুন এখানে কেএম প্লেয়ার শো করছে৷ এবার চিত্রের মতো সবুজ রঙ্গের প্লে বাটনে ক্লিক করুন৷
প্লে বাটনে ক্লিক করলে একটা পপ-আপ উইন্ডো ওপেন হবে৷ এখানে উপরের ফ্রী ট্রাইল এক্সেস অপশনে ক্লিক করতে হবে৷ চাইলে নিচেরগুলো ব্যবহার করতে পারেন তবে এতে ব্যাপক খরচা করতে হবে৷😃😃😃 নিচের চিত্র দেখে অবশ্যই বুঝতে পারছেন৷
এবার আরেকটা পেজ দেখতে পাবেন৷ এখানে আপনি যেকোন একটা বাছাই করতে পারেন কারন, এই দুটোর মধ্যে আলাদা তেমন কোন বিশেষত্ব নেই৷
দেখুন এখানে কেএম প্লেয়ার ইন্সটল চাচ্ছে৷ যেহেতু, আমরা সফটওয়্যারটা রান করাবো সুতরাং, OK বাটনে ক্লিক করে স্বাভাবিক নিয়মে ইন্সটল দিয়ে দিই৷
ইন্সটল শেষ হলে Run The KMPlayer লেখার পাশের ঘরে টিক মার্ক করে Finish বাটনে ক্লিক করুন৷
সবশেষে দেখুন কেএম প্লেয়ার ওপেন হয়ে গেছে৷ এবার আপনি এটাকে ব্যবহার করতে পারবেন৷
তবে একটা কথা না বললেই নয়৷ ExaGear Strategies এপটি একটি গেমিং ইমুলেটর এপ৷ তাই উইন্ডোজের অধিকাংশ সফটওয়্যার এখানে রান করলেও সঠিক ভাবে চালানো বা অপারেট করা মুশকিল৷ উইন্ডোজের প্রোগ্রামগুলো ভালোভাবে রান করার জন্য আরো অনেক এপ আছে৷ যদিও সেগুলোর ব্যবহার বেশ জটিল৷ পাশাপশি ExaGear Strategies অপারেট করা বেশ সহজ৷ তাই আশাকরি একটু হলেও উপকৃত হবেন৷
বন্ধুরা, আজ তাহলে এপর্যন্তই৷  কারো কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন৷ আর কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন৷ ধৈর্য্য ধারন করে পোষ্টটা পরার জন্য সবাইকে ধন্যবাদ৷ সামনে আপনাদের প্রয়োজনে আরো ভালো কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো৷ "ইনশাআল্লাহ্"৷
সবাই ভালো এবং সুস্থ্য থাকার চেষ্টা করবেন, "ফি-আমানিল্লাহ্"৷ আজকের মতো বিদায়৷ 


"আল্লাহাফেজ"

No comments:

Post a Comment

Recent Posts

Subscribe via Email