Friday, July 12, 2019

কোন প্রকার ঝামেলা ছাড়াই ইন্সটল করে নিন পিসির সমস্ত ড্রাইভার৷

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
Download All Pc Driver Updates
“আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্”
“পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি”
সম্মানিত পাঠকবৃন্দ, ক্যামন আছেন সবাই আশাকরি আল্লহর রহমতে সবাই ভালোই আছেন৷ আলহামদুলিল্লাহ্ আমিও অনেক ভালো আছি৷
বন্ধুরা, বর্তমানে প্রায় সকলেরই নিজস্ব কম্পিউটার কিংবা ল্যাপটপ রয়েছে এবং আমার ধারনা এসব কম্পিউটার কিংবা ল্যাপটপের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ড্রাইভার সমস্যা৷ কারন, বাজার থেকে যখন আমরা কম্পিউটার ক্রয় করি তখন ড্রাইভার সম্পর্কে ভাল ধারনা না থাকার কারনে ড্রাইভার সিডিটা ঐ দোকানেই ফেলে আসি অথবা দোকানদার উক্ত সিডিটা আমাদের না দিয়ে নিজের কাছেই রেখে দেয় যাতে করে আমাদের আবার ঐ দোকানদারের কাছে ধর্না ধরতে হয়৷ কারন, আমরা না জানলেও দোকানদার ভালো করেই জানে, একটা কম্পিউটারে ড্রাইভার ছাড়া কম্পিউটারটা অসমাপ্ত রয়ে যায়৷ আর ল্যাপটপের কথা বলতে গেলে, কোন কম্পানীর ল্যাপটপের সাথেই এখন আর ড্রাইভার সিডি দেয়া হয় না৷ তারা শুধু ড্রাইভারের ব্যাকআপ দিয়ে দেয় তাও কাস্টমার নিজে থেকে চাওয়ার পর৷ তাই আমাদের নিজেদের ব্যবস্থা নিজেদেরই নিতে হবে৷ সুতরাং, আজকে আমি আপনাদের সাথে কম্পিউটারের ড্রাইভার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো৷
ভিউয়ার্স, আজকে প্রথমেই আমি যে সফটওয়্যার নিয়ে আলোচনা করবো সেটির নাম হচ্ছে Driver Pack Solution. একটি কম্পিউটারকে সঠিকভাবে কনফিগার করার সব থেকে সুবিধাজনক ও দ্রুততম উপায় হচ্ছে ড্রাইভার প্যাক সল্যুশন৷ এটি একটি ফ্রীওয়্যার সফটওয়্যার যা নতুন কিংবা প্রোফেশনাল উভয় শ্রেনীর পিসি ইউজারদের জন্যই উপযুক্ত৷ আর এর মূল কারন হলো সহজ ব্যবহারবিধি৷ যা নিচের স্ক্রিনশটটা দেখলেই বুঝতে পারবেন৷
এবার আসুন ড্রাইভার প্যাক সল্যুশন সেটআপের প্রযুক্তিগত বিবরনটা একটু দেখে নেয়া যাকঃ
  • Full Name of Software: Driver Pack Solution Full Offline 2019
  • File Name of Setup: DriverPack Solution 17.9.3-19035 Latest Mar 2019.zip
  • Full Size of Setup: 17 GB
  • Type of Setup: Offline Installer / Full Standalone Setup
  • Architecture of Compatibility: 32 Bit (x86) / 64 Bit (x64)
  • Latest Version Release Added On: 30th Mar 2019
  • Developers: DriverPack
আশা করি সফটওয়্যারটা সবারই কাজে আসবে৷ সুতরাং, দেরি না করে এখনি ডাউনলোড করে ফেলুন৷ ডাউনলোড করতে নিচের লিংকে ছোট্ট একটা টোকা মারুন৷
ড্রাইভার প্যাক সল্যুশন ২০১৯
বন্ধুরা, এখন আমি যে সফটওয়্যারটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো সেটির নাম হচ্ছে Driver Booster. এটি IOBIT কম্পানির একটি পন্য৷ এই সফটওয়্যারটিতে কাজ করতে গেলে অবশ্যই আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে৷ কারন, এই প্রোগ্রামটি ইন্টারনেট থেকে সরাসরি পিসির ড্রাইভার গুলোকে আপডেট করে৷ এটি এমন একটি প্রোগ্রাম যা আপনার পিসির অডিও, ভিডিও এবং ইউএসবি সহ যাবতীয় সকল প্রকার ড্রাইভার আপডেট করার জন্য ডিজাইন করা হয়েছে৷ এমনকি একটা পিসির গেমিং ড্রাইভারকেও আপডেট করে ত্রুটিহীন ভাবে ঐ পিসির গেমিং পারফরমেন্স বাড়াতে সফটওয়্যারটি আপনাকে সাহায্য করবে৷
যদিও পোষ্টের শুরুতেই আমরা ড্রাইভার প্যাক সল্যুশন নিয়ে আলোচনা করেছি তাই দ্বিতীয় কোন সফটওয়্যার আমাদের দরকার পরে না৷ তবে মূল বিষয় হচ্ছে ড্রাইভার প্যাক সল্যুশন সফটওয়্যারটি সাইজে অনেক বড়৷ যা ডাউনলোড করা কেবল ব্রডব্যান্ড ইউজারদের জন্যই সম্ভব৷ তাই বলে আমরা যারা লিমিটেড ইন্টারনেট ব্যবহার করি তারাতো আর পিসির ড্রাইভারগুলো আপডেট করা থেকে বাদ পরতে পারি না৷ সুতরাং, আমাদের জন্য ড্রাইভার বুস্টার সফটওয়্যারটি তুলনামূলক ভালো৷ অনলাইনে আপনারা ড্রাইভার বুস্টারের ফ্রী এবং প্রো দুটি ভার্সনই পাবেন৷ তবে আজকে আমরা প্রো ভার্সনের কাজ ও কিভাবে সফটওয়্যারটি প্রো করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করবো৷
ভিউয়ার্স, প্রথমে ড্রাইভার বুস্টার সেটআপের প্রযুক্তিগত বিবরনটা একটু দেখা যাকঃ
  • Full Name of Software: IObit Driver Booster Pro 6.5.0.422
  • File Name of Setup: Driver_Booster_6.5.0.422_Pro.zip
  • Full Size of Setup: 23. MB
  • Type of Setup: Offline Installer / Full Standalone Setup
  • Architecture of Compatibility: 32 Bit (x86) / 64 Bit (x64)
  • Latest Version Release Added On: 18th June 2019
  • Developers: IObit
এবার ঝটফট নিচের লিংকে ক্লিক করে জিপ ফাইলটা ডাউনলোড করে ফেলুনঃ
প্রো ভার্সন প্রনালীঃ ডাউনলোড করা হয়ে গেলে জিপ ফাইলটা আনজিপ করুন এবং সেটআপ ফাইলটাকে পিসিতে ইন্সটল করে নিন৷ ইন্সটলেশন কমপ্লিট হলে সফটওয়্যারটি রান না করে বরং ইন্সটলেশন সাকসেসফুল ইন্টারফেজটি কেটে দিন৷ এবার জিপ ফাইলের মধ্যে থাকা Crack.rar ফাইলটি এক্সট্র্যাক্ট করে একটা ফোল্ডারে রাখুন৷ এখন Crack ফোল্ডারে থাকা DEL.bat ফাইলটিতে ডবল ক্লিক করে রান করান৷ এর ফলে আপনার পিসিতে ড্রাইভার বুস্টারের কোন ব্যাকডেট ভার্সনের ফাইল থেকে থাকলে তা রিমোভ হয়ে যাবে৷ এরপর Crack ফোল্ডারে থাকা বাকি ফাইলগুলো কপি করে ইন্সটল ডিরেক্টরী অর্থ্যাৎ, C:\Program Files\IObitDriverBooster ফোল্ডারে পেষ্ট করে পুরোনো ফাইলগুলো রিপ্লেস দিন৷ সবশেষে ড্রাইভার বুস্টার ওপেন করুন দেখবেন সফটওয়্যারটি ফুল ভার্সন হয়ে গ্যাছে৷ যদিও জিপ ফাইলের মধ্যে লাইসেন্স কী দেওয়া আছে৷ ইচ্ছে করলে ঐ গুলোও ব্যবহার করতে পারেন৷
ব্যবহারবিধিঃ ড্রাইভার বুস্টার সফটওয়্যারটিও নতুন কিংবা প্রোফেশনাল উভয় শ্রেনীর পিসি ইউজারদের জন্যই ব্যবহারযোগ্য৷ কারন, এটার ব্যবহার বিধিও ব্যাপক সহজ৷ আর এজন্য প্রথমে পিসির ডাটা কানেকশন ওপেন করে সফটওয়্যারটি ওপেন করুন৷ এবার নিচের চিত্রের মতো একটা ইন্টারফেজ দেখতে পাবেন৷ সেখান থেকে SCAN লেখার উপর ক্লিক করলে সফটওয়্যারটি আপনার পিসির সকল অনুপস্থিত ড্রাইভারগুলো খুঁজে বের করে দেবে৷
স্ক্যান করা শেষ হলে পিসি সব অনুপস্থিত ড্রাইভারগুলো সামনে চলে আসবে৷ এবার নিচের স্ক্রীনশটের মার্ক করা জায়গার মতো Update Now বাটনে ক্লিক করে সব ড্রাইভারগুলো আপডেট দিতে পারবেন৷ আবার ইচ্ছে করলে এক একটা বাছাই করে আলাদা ভাবেও আপডেট করে নিতে পারবেন৷
আপডেটের এই পর্যায় চিত্রে লাল মার্ক করা অর্থ্যাৎ, Automatically reboot PC লেখাতে টিক মার্ক করে দিন৷ যাতে সকল ড্রাইভারগুলো আপডেটের পরে ড্রাইভারের সেটিংস গুলো নিজে থেকেই এপ্লাই হতে পারে৷ তবে আপনি চাইলে ম্যানুয়ালি রিবুট করে নিতে পারেন৷ সেক্ষেত্র Automatically reboot PC লেখাতে টিক মার্ক করার দরকার পরবে না৷ শুধু আপডেটে কমপ্লিট হলে একবার পিসিটা রিস্টার্ট দিলেই হবে৷
বন্ধুরা, প্যাঁচাল অনেক হয়েছে৷ এবার কাজের পালা৷ আশা করি এরপর কি করতে হবে তা আমরা সবাই….ই জানি৷ সুতরাং, এখন ঝটফট ডাউনলোড করে কাজ শুরু করে দেন৷ তবে যারা একটু এক্সপার্ট আছেন তারা হয়তো ইন্টারনেট ঘাটলে ড্রাইভার আপডেট করার জন্য আরো অনেক প্রোগ্রামই পাবেন৷ তরপরেও আমি বলবো পিসির ড্রাইভার ডাউনলোড কিংবা আপডেটের জন্য এই সফটওয়ার দুটিই যথেষ্ট৷
সুতরাং, আজকে তাহলে এপর্যন্তই৷ ধৈর্য্য ধারন করে পোষ্টটা পরার জন্য সবাইকে ধন্যবাদ৷ কারো কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন৷ কোন ধরনের ভুল ত্রুটি হলে নিজ গুনে ক্ষমা করে দেবেন৷ সামনে আপনাদের প্রয়োজনে আরো ভালো কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো৷ "ইনশাআল্লাহ্"৷ সবাই ভালো এবং সুস্থ্য থাকার চেষ্টা করবেন, "ফি-আমানিল্লাহ্"৷
 
"আল্লাহাফেজ৷"

No comments:

Post a Comment

Recent Posts

Subscribe via Email